NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

খবর লুকিয়ে পড়শী বললেন বিব্রত, আনন্দিতও


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ এএম

খবর লুকিয়ে পড়শী বললেন বিব্রত, আনন্দিতও

চুপিচুপি বিয়ে করেছেন সংগীততারকা সাবরিনা পড়শী। সে খবর দিব্বি লুকিয়ে রেখেছিলেন প্রায় বছর খানেক। হঠাৎ খবরটি জানাজানি হওয়ায় অবশেষে সবাইকে সে কারণ ব্যাখ্যা দিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী।

পড়শীর বর হামিম নীলয় যুক্তরাষ্ট্র প্রবাসী। গত বছরের ৪ মার্চ ঢাকায় বেড়াতে এলে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এ তাদের পরিচয় ও চেনাজানা। সে প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পড়শী জানিয়েছেন, ‌আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‍জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি, এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।

 

খবর লুকিয়ে পড়শী বললেন বিব্রত, আনন্দিতওসাবরিনা পড়শী। ছবি: সামাজিক মাধ্যম থেকে

বিয়ের খবর লুকিয়ে রাখার ব্যাখ্যা দিয়ে পড়শী জানান, ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।

 

সে প্রসঙ্গে পড়শী আরও লিখেছেন, যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।

পড়শীর বিয়ের অনুষ্ঠান হবে কবে? সে প্রসঙ্গে এই শিল্পী জানিয়েছেন, সব ঠিক থাকলে শিগগিরই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।

খবর লুকিয়ে পড়শী বললেন বিব্রত, আনন্দিতওহামিম নীলয়। ছবি: সামাজিক মাধ্যম থেকে

 

এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন নীলয়। ২০০৮ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ এ অংশ নেন তিনি। তার দেশের বাড়ি টাঙ্গাইল। ওই প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন তিনি। সেসময় ‘রঙের দুনিয়া তোরে চাই না’, ‘তুমি যদি বলো’, ‘মনের দুঃখ মনে রইল’ কিংবা ‘সোয়াচান পাখি’ গানগুলো কাভার করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। প্রতিযোগিতার সেরা ছয় পর্যন্ত টিকেছিলেন নীলয়। ওই আসরে চ্যাম্পিয়ান হয়েছিলেন পড়শী।

 

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে নতুন গান প্রকাশ করেন নীলয়। তার গাওয়া ‘তোমার জন্য’ শিরোনামের নতুন গানটির কথা, সুর ও সংগীতায়োজনও তিনি করেছেন।