NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

সালিশে কৃষককে পিটিয়ে হত্যা: বাবাসহ দুই ছেলে গ্রেফতার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:১২ এএম

সালিশে কৃষককে পিটিয়ে হত্যা: বাবাসহ দুই ছেলে গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে নাসির উদ্দিন (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় বাবাসহ দুই ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ফুলবাড়িয়া থানাধীন উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে রুহুল আমিন (৫৫), রুহুল আমিনের দুই ছেলে মুরাদ হোসেন (২৪) ও মুছা মিয়া (৩৫)।

 

নিহত নাসির উদ্দিন একই গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

র‌্যাব জানায়, নাসির উদ্দিন ও রুহুল আমিনের দীর্ঘদিন যাবত ৬ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। গত বছরের ২৮ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এলাকার গণ্যমান্য লোকজন মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। সালিশের একপর্যায়ে নাসির উদ্দিনকে বকাবকি করে রুহুল আমিন এবং তার ছেলে মুরাদ ও মুছাসহ কয়েকজন বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান নাসির উদ্দিন।

এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৯ ডিসেম্বর নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

 

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা ছায়াতদন্ত শুরু করি। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।