NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান নতুন অধিনায়ক নিয়ে অন্যরকম শুরুর অপেক্ষায় বাংলাদেশ ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা : কঙ্গনা মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প
Logo
logo

রোজার ছবিতে তাহসানের প্রশ্ন, সেই তুমি কে?


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৫ এএম

রোজার ছবিতে তাহসানের প্রশ্ন, সেই তুমি কে?

নতুন জীবনে সংগীত-অভিনয়শিল্পী তাহসান খান। বিয়ে করছেন এই তারকা। বধূর নাম রোজা আহমেদ। গতকাল (৩ জানুয়ারি) রাত থেকেই এটি নিয়ে কথার চালাচালি।

অবশেষে রোজাকে সামনে আনলেন গায়ক। হাতে হাত রেখে আদুরে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে প্রশ্ন জুড়ে দিয়েছেন, সেই তুমি কে?

 
শনিবার (৪ জানুয়ারি) ফেসবুকে শেয়ার করা ছবির সঙ্গে তাহসান একটি গানের পঙ্‌ক্তি জুড়ে দেন। ঠিক প্রশ্নও নয়, তার নিজের গানের গোটা চারেক বাক্য সেঁটে দিয়েছেন ছবির পোস্টে।

লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে; আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন; ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

তার মানে তাহসান আবারও নিশ্চিত করছেন রোজার সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়।

 
সেসব বিষয়ে তাহসান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।

একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।’

ঘনিষ্ঠজনদের মতে, ঘরোয়া আয়োজনে তাদের গায়েহলুদ ও বিয়ে হয়েছে। রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান।

শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।