NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০২:২২ পিএম

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

খসড়া ভোটার তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করবে এ এম এম নাসির উদ্দীন কমিশন। এই তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের সাড়ে ১০টায় ব্রিফ করবে কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ব্রিফ করবেন। এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘প্রতিবছর ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে।

এ পর্যন্ত ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, যেটা ২ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করব এবং তাঁরা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব-অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। আনুমানিক ৪৫ লাখ হতে পারত সংখ্যাটা।
’ তিনি আরো বলেন, ‘যাঁরা বাদ পড়লেন, আমরা চাই তাঁরা ভোটার তালিকায় যুক্ত হন। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে তাঁদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও ২০২৫ সালে যাঁরা ভোটার হবেন অর্থাত্ ২০২৬ সালের ১ জানুয়ারি যাঁরা ভোটার হওয়ার যোগ্য হবেন, তাঁদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। আগামী বছর মার্চের পর থেকে এই কার্যক্রম হাতে নেওয়া হবে।’

 

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার।