NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

১৫ বছর তো ভোটই দিতে পারিনি: আবুল হায়াত


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ১১:৪০ পিএম

১৫ বছর তো ভোটই দিতে পারিনি: আবুল হায়াত

নন্দিত অভিনেতা আবুল হায়াত। তিনি একজন লেখক ও নির্মাতা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। নতুন বছরের প্রত্যাশা, দেশ, নির্বাচন বিভিন্ন প্রসঙ্গে কথা হলো এই অভিনেতার সঙ্গে। তার সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান মিথুন

 আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
আবুল হায়াত: ধন্যবাদ। আমার শুভাকাঙক্ষীসহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।

আপনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন শুনলাম। সেরেও উঠেছেন। এখন কেমন আছেন?
আবুল হায়াত: আলহামদুলিল্লাহ। এখন বেশ ভালো আছি। সেই সঙ্গে আমি আমার প্রত্যাহিক কাজগুলো করে যাচ্ছি। সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকতে পারি।

১৫ বছর তো ভোটই দিতে পারিনি: আবুল হায়াত

নতুন বছরে দেশ ও জাতির জন্য আপনার কী প্রত্যাশা?
আবুল হায়াত: পুরো জাতি একটি জটিল পরিস্থিতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি মনে করি, এখান থেকে আমাদের দ্রুত বের হতে হবে। নিজেদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, মানবিকবতার চেতনা সবকিছু মিলিয়ে প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে আমাদের বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেভাবে যেন দেশকে গড়ে তুলতে পারি, সেটাই নতুন বছরের প্রত্যাশা।

 বিদায়ী বছরে যেসব প্রত্যাশা ছিল, কিন্তু পূরণ হয়নি, সেগুলো কি নতুন বছরে পূরণ করতে চান। এমন কী আছে?

আবুল হায়াত: আসলে সেরকম কিছু নেই। তবে ছোট ছোট কিছু প্রত্যাশা ছিল। এর প্রায় সবগুলোই করতে পেরেছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমার আত্মজীবনী লেখার কাজটি শেষ করতে পেরেছি। এটি বই আকারে প্রকাশ করতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার আত্মজীবনী ‘রবি পথ’ নামে প্রকাশিত হয়েছে। বইটি সুবর্ণ প্রকাশনী প্রকাশ করেছে।

 

১৫ বছর তো ভোটই দিতে পারিনি: আবুল হায়াত

 আত্মজীবনী ‘রবি পথ’ থেকে কেমন সাড়া পেলেন?
আবুল হায়াত: এখন পর্যন্ত এটি নিয়ে যতটুকু সাড়া পেয়েছি, তাতে আমি আনন্দিত। আমার বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী যারা পড়েছেন, তাদের কেউ অন্তত খারাপ বলেননি।

 আত্মজীবনীতে জীবনের কতটুকু ধরে রাখতে পেরেছেন?
আবুল হায়াত: আত্মজীবনীতে আমার ৮০ বছর জীবনের ভ্রমণ তুলে ধরেছি। অনেক কিছু দেখেছি, যা অনেকেই হয়তো জানে না। সেসব এতে জানানোর চেষ্টা করেছি।

 

১৫ বছর তো ভোটই দিতে পারিনি: আবুল হায়াত

আমার মতো যারা আছেন, তারাও যদি নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে আত্মজীবনী লেখেন, তাহলে অবশ্যই সেটা নতুন প্রজন্মের জন্য ভালো হবে।

 এখন দেশে নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলাপ হচ্ছে। সামনের নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
আবুল হায়াত: আমরা আশায় আছি সামনের নির্বাচনে ভোট দেব। এজন্য সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ আশা করছি। গত ১৫ বছর তো ভোটই দিতে পারিনি। এবার ভোট দিতে চাই। সুন্দর পরিবেশে ভোট দিতে পারব বলে আশায় আছি।

 

Abul Hayat (3)

 

 অনেক কিছুই একজীবনে অর্জন করলেন। কোনো অপ্রাপ্তির বেদনা কি আছে?
আবুল হায়াত: আমি আমার জীবনে কোনো অপ্রাপ্তি আছে এমনটা কখনোই অনুভব করিনি। কারণ আমার প্রত্যাশাগুলো ছিল ছোট ছোট। হয়তো এ কারণে সব চাওয়াই পূর্ণ করতে পেরেছি। আমি আমার বাবার কাছ থেকে অল্পতে তুষ্ট হতে শিখেছি। সব মিলিয়ে আমি বলব, বেশ ভালো আছি। আমি সুখে আছি।