NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

এবারের বিপিএল শুধু ক্রিকেট উৎসবই নয়, থাকছে জুলাই বিপ্লবের ছোঁয়া


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৫ পিএম

এবারের বিপিএল শুধু ক্রিকেট উৎসবই নয়, থাকছে জুলাই বিপ্লবের ছোঁয়া

এবার বিপিএলের ডংকা বেজেছে বেশ আগেই। বিপিএল নিয়ে তোড়জোড়, হইচই, সোরগোলও চলছে কিছুদিন ধরে। ৩০ ডিসেম্বর যে বিপিএল ২০২৪-২০২৫-এর পর্দা উঠবে, তাও অনেক আগেই ঠিক করা।

তবে এবারের বিপিএলের একটি অন্যরকম তাৎপর্য আছে। তাহলো, এবারের বিপিএল শুধুই ক্রিকেট উৎসব, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর নয়। এবারের বিপিএলের আবেদন ক্রিকেট ছাড়িয়ে গোটা দেশের তরুণ সমাজকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য ও পরিকল্পনায় শরিক করার উদ্যোগ। সে লক্ষ্যে এবার গোটা দেশে আয়োজিত হবে তারুণ্যের উৎসব-২০২৫।

 

৩০ ডিসেম্বর বিপিএল দিয়ে সূচিত হবে এ তারুণ্যের উৎসব। ক্রিকেট ছাড়াও ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিক্স ও বাস্কেটবলের বিভিন্ন ইভেন্ট থাকবে সে উৎসবে। আগামী ১৯ ফেব্রুয়ারি সে তারুণ্যের উৎসব শেষ হওয়ার কথা থাকলেও তার সময়সূচির পরিবর্তন ঘটেছে।

তারুণ্যের উৎসব ২০২৫-এর পুরো আয়োজনে জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের বিভিন্ন ছাপ রাখার পরিকল্পনা নেয়া হয়েছে। বলে রাখা দরকার, জুলাই-আগস্টে ছাত্র জনতার উত্তাল আন্দোলন আর দেড় হাজারেরও বেশি অকুতোভয় মুক্তিকামী মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন স্বাধীনতা। পরাজিত ও ক্ষমতাচ্যুত হয়েছে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার। ছাত্র-জনতার সেই সফল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দেশের তরুণ সমাজ।

 

সেই তরুণদের লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

কাজেই এবারের বিপিএল শুধুই ক্রিকেট উৎসব নয়। মাঠে ব্যাট ও বলের লড়াই হলেও আয়োজনে আছে জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোয় যে বীর সেনানীরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদীদের পতন ঘটিয়েছেন, তাদের স্মৃতি চিহ্ন।

পুরো আয়োজনে আছে বেশ কিছু নতুনত্ব। যার সব কটাই জুলাই-আগস্ট জনতার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। আগের ১০ আসরে যেটা কখনোই ছিল না, এবার সেই ‘মাসকট’ও নির্মাণ করা হয়েছে।

 

আন্দোলনের ৩৬ দিনকে স্মরণ করে যে ‘৩৬শে জুলাই বলা হয়, সেই আলোকে এবারের বিপিএলের মাসকট-এর নামকরণ করা হয়েছে ‘ডানা ৩৬।’

এছাড়া বিপিএলের পুরনো থিম সং- বিপিএল কাপ, বিপিএল কাপ বদলে এবার নতুন থিম সং রচিত হয়েছে। যে থিম সংয়ের একটি অন্তরার রচয়িতা ও লেখক অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস। এছাড়া শেরে বাংলা স্টেডিয়ামে ভেতর ও বাইরের দেয়ালগুলোয় জুলাই-আগস্ট আন্দোলনের চিত্র প্রতিবিম্বিত হচ্ছে।

ওই আন্দোলনে শহীদ মুগ্ধর স্মৃতি জাগরুক রাখতে গ্যালারিতে শহীদ মুগ্ধ কর্নার নামকরণে দর্শকদের জন্য বিনামূল্যে পানি সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। যা বিনামূল্যে দিচ্ছে বিশুদ্ধ পানীয় জল বাজারজাতকারী প্রতিষ্ঠান পুষ্টি।

 

রাত পোহালে তথা, সোমবার সাত সকালে না হোক বেলা দেড়টায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ময়দানি লড়াই। যথারীতি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে প্রথম দিন। সোমবার শেরে বাংলা স্টেডিয়ামে এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আগেরবারের বিজয়ী তামিম ইকবালের ফরচুন বরিশাল। প্রতিপক্ষ এনামুল হক বিজয়ের দূর্বার রাজশাহী।

প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায়। যাতে মুখোমুখি হবে রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটালস।

কাল ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের বিপিএলের প্রথম তথা ঢাকা পর্বটি একদম ছোট্ট। মাত্র ৫ দিনের। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এ পর্ব। ৩০-৩১ ডিসেম্বর পরপর ২দিন খেলা হওয়ার পর ১ জানুয়ারি বিরতি। এরপর ২ ও ৩ জানুয়ারি আবার খেলা হোম অব ক্রিকেটে। তারপর বিপিএল চলে যাবে হযরত শাহজালাল (রঃ) এবং হযরত শাহ পরান (রঃ) এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেটে।

 

সিলেটে খেলা চলবে ৬ থেকে ১৩ জুন। তারপর ১৬ জানুয়ারি থেকে বিপিএলের তৃতীয় পর্ব হবে বন্দর নগরী চট্টগ্রামে। ২৩ জানুয়ারী চট্টগ্রাম পর্ব শেষে আবার বিপিএল ফিরবে রাজধানী ঢাকায়। এরপর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারে বিপিএল।