NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটে পরিবর্তন বাংলাদেশ এয়ারলাইন্স মহাসড়ক ব্লকেড নয়, জেলায় জেলায় স্বতঃস্ফূর্ত জমায়েত করুন: হাসনাত জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা আর্টিস্টরা অনেক স্বার্থপর: জয়া আহসান নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উদযাপনে আহবায়ক কমিটি গঠন নিষিদ্ধ হচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ: উপদেষ্টা আসিফ মাহমুদ
Logo
logo

খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত, জামায়াতকে রিজভী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৬ এএম

খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত, জামায়াতকে রিজভী

এক সময়ের জোট সঙ্গী জামায়াতের প্রতি ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামায়াতের নাম না নিয়ে তিনি বলেছেন, আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত। আজকে বড় বড় কথা বলেন। কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। জেলায় জেলায় টার্মিনাল দখল, সিএনজি স্ট্যান্ড দখল, টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয়?

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা তো প্রথমেই দেখলাম ৫ আগস্টের পরদিনই ইসলামী ব্যাংক দখল করেছে, এটি কি জনগণ দেখেনি? এটা তো দেখেছে জনগণ। আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রগ কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? তাদের জনগণ ঠিকই চেনে।

রিজভী বলেন, আজকে সব গণতন্ত্রমনা শক্তির এক জায়গায় থাকার কথা ছিল। কিন্তু এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই-একটি রাজনৈতিক দল নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন, এদেশের মানুষ এসব জানে। জনগণ জানে কারা দেশপ্রেমিক, কারা স্বাধীনতা বিশ্বাস করে, কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে, কারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে।

বিএনপির এই নেতা বলেন, উপদেষ্টাদের প্রায় অনেকেই সবক দেন, দু-একটি দলও সবক দেয় যে, চাঁদাবাজ বিদায় হয়েছে, আর কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না। চাঁদাবাজ না আসুক, এসব কাদের উদ্দেশ্য করে বলছেন?

শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসেবে ৫ আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ হতে দেখিনি? আমরা তো দেখেছি একটি রাজনৈতিক দলের অনুসারীরা কীভাবে ইসলামী ব্যাংক গ্রাস করে নিল। তাহলে কোন মুখে বলছেন- এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে এসব বলছেন, আমরা কি বুঝতে পারি না?, বলেন তিনি।

জামায়াতের নাম না নিয়ে রিজভী আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। আপনাদের ৭১ এর অর্জন কী? আপনারা ৭১ এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। ৭১, ৯০ এর গৌরব বিএনপির।