NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর সুর করা ২১ বছর আগের গান


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৪ পিএম

প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর সুর করা ২১ বছর আগের গান

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। দেশ ও দেশের বাইরে রয়েছে তার অসংখ্য ভক্ত। তার যেকোনো খবরে যারা উজ্জীবিত হন। প্রয়াত এই শিল্পীর সুর করা সুর করা ২১ বছর আগের একটি গান প্রকাশ পেল এবার।

এটি কণ্ঠশিল্পী এস আই সুমনের কণ্ঠে শোনা যাচ্ছে এটি। সম্প্রতি শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে ‘স্বপ্নে দেখা অচিনপুরে’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়। গানটির সংগীতায়োজন করেছেন ওপার বাংলার রাজর্ষি মিত্তার।

 

এটি এবি ভক্তদের জন্য অন্য রকম একটি চমক বলে জানান সুমন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এই গানটি ২০০৩ সালে বাচ্চু ভাই সুর করেন। সে সময় এটির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার ভাই। তখন আমি পুরো একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। এর মধ্যে আবার আমি এনটিভিতে যোগ দিই।
পরে অফিশিয়াল ব্যস্ততার কারণে আর গানগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ২০০৪-এ এনটিভিতে প্রচার হয়েছিল গানটি। এখন আবার নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করেছি।’

 

এস আই সুমন একাধারে একজন গিটারিস্ট, গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার। ১৭ বছর ধরে এনটিভিতে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে এটিএন হেড অব ইভেন্টের দায়িত্বে আছেন। উত্তরাধিকারী সূত্রেই সুমনের সংগীতের সঙ্গে বাস। তিনি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁর নাতি। তার দাদির আপন চাচাতো বোন ওস্তাদ রবিশঙ্করের স্ত্রী অন্নপূর্ণা।

 

এস আই সুমনের ৪টি অ্যালবাম রয়েছে এবং ৫টি সিঙ্গেল রয়েছে। এখন থেকে সুমন ক্লাব শোগুলোর পাশাপাশি নিয়মিত মঞ্চে পারফরম করবেন বলে জানান। সামনে তার বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বলে জানান। এই গানটি ২০০৪-এ এনটিভিতে প্রচার হয়েছিল কিন্তু সুমন গানটি অ্যালবাম বা একক আকারে প্রকাশ করেনি।