NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত, ‘সব আরোহীর মৃত্যু’


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৭ এএম

ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত, ‘সব আরোহীর মৃত্যু’

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে স্থানীয় সময় রবিবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত হানে। এরপর একটি বাড়ির দ্বিতীয় তলায় আঘাত করে এবং ‘একটি আসবাবের দোকানে’ গিয়ে পড়ে। পাশাপাশি একটি অতিথিশালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 


 

এ ছাড়া রাজ্য বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক ক্লেবার দোস সান্তোস লিমা বলেন, ‘নাগরিক সুরক্ষা সংস্থার পক্ষ থেকে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমানের কোনো আরোহী জীবিত নেই।’

পাইপার চেয়েন ৪০০ টার্বোপ্রপ সংস্করণের এই বিমানটিতে কতজন আরোহী ও ক্রু ছিলেন, তা এখনো কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেনি। তবে এতে ১০ জন আরোহী ছিল বলে ধারণার কথা জানানো হয়েছিল।

 

এদিকে বিধ্বস্ত বিমানের কারণে সৃষ্ট আগুন থেকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটি রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের আরেকটি পর্যটন শহর ক্যানেলা থেকে উড্ডয়ন করেছিল। গ্রামাদো ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটন শহর, বিশেষ করে বড়দিনের সময় সেখানে পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

সূত্র : এএফপি