NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মা হওয়া প্রসঙ্গে যা বললেন রাধিকা


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৫০ এএম

মা হওয়া প্রসঙ্গে যা বললেন রাধিকা

সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এ অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণাও কিছুটা ব্যতিক্রমী পদ্ধতিতে জানিয়েছেন। লন্ডনে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। সেখানেই প্রকাশ্যে আসে তার বেবি বাম্পের ছবি।

রাধিকা মা হওয়ার খবর গোপন রাখতে চেয়েছিলেন রাধিকা। শুধু তাই নয়, অভিনেত্রী আরও জানান, তিনি মা হতেও চাননি। নিজের মাতৃত্ব যাত্রাকে ‘বোকামি’ বলেই সম্বোধন করেছেন এ অভিনেত্রী।

 

 

রাধিকা ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রে বসবাস শুরু করেন। পরের বছর জানা যায়, তারা আইনি বিয়ে সম্পন্ন করেছেন। বিয়ের ১ যুগ পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। রাধিকা স্পষ্ট জানান, তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি। রাধিকার কথায়, ‘আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অনড় থাকব কি না ভেবে!’

 

মা হওয়া প্রসঙ্গে যা বললেন রাধিকা

 

অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে রাধিকা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এসব নিয়ে কখনো ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।’