NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

৫৪ ধারায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৩ পিএম

৫৪ ধারায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান। 

তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। ইসমাইল হোসেনের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ জানান, বিমানবন্দর টার্মিনাল থেকে ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইলকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন ইসমাইল হোসেন।