NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাহুল গান্ধীকে ‘জিম ট্রেনার’ বলে কঙ্গনার কটাক্ষ


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৩ পিএম

রাহুল গান্ধীকে ‘জিম ট্রেনার’ বলে কঙ্গনার কটাক্ষ

বলিউডের আলোচিত অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতের কটাক্ষের শিকার হলেন কংগ্রেস নেতা রাহুলগান্ধী। আজ (১৯ ডিসেম্বর) ভারতের সংসদের ভেতরে সরকার ও বিরোধীপক্ষের হাতাহাতি হয়েছে। ফলে সংসদের মধ্যেই বিজেপি সংসদ সদস্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনের প্রবেশদ্বারের সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাহুল। এ বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।

 

রাহুলকে কড়া ভাষায় কটাক্ষ করলেন কঙ্গনা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘খুব লজ্জাজনক। আমাদের একজন সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে, সেলাইও দিতে হয়েছে। ওদের (কংগ্রেস) হিংসা আজ সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে।’ এমনকি রাহুলকে ‘জিম’র প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা। এ অভিনেত্রী বলেন, রাহুল নাকি সংসদে এসেও নিজের পেশিশক্তি প্রদর্শন করেন।

কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সংসদে বিজেপি সংসদ সদস্যদের উপর রাহুল গান্ধী হামলা করেছেন। এ লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনো “জিম ট্রেনার”। এবার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুসিও মারলেন। রাহুল গান্ধীর কোনো সম্মান নেই।’

 

এ ঘটনা শুরু হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য থেকে। এদিনের ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সংসদ এবং লোকসভার কর্মীরা হাতাহাতি করে বাইরে আনার পরে ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল। তারপর আহত সংসদ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়। ষড়ঙ্গী বলেন, ‘রাহুল গান্ধী এক সংসদ সদস্যকে ধাক্কা দেন। তিনি আমার গায়ের উপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।’