NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

শপথ অনুষ্ঠানে শি চিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৪:৪২ পিএম

শপথ অনুষ্ঠানে শি চিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। সিবিএস নিউজ গতকাল বুধবার একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, গত ৫  নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরই শি চিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে শি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না তা জানা যায়নি। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ট্রাম্প গত শুক্রবার এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি শি চিনপিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন ও চলতি সপ্তাহেই তাদের মধ্যে যোগাযোগ হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের একজন শীর্ষস্থানীয় নেতা মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এ ঘটনা নজিরবিহীন।

 

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ট্রাম্প বলেছেন, তিনি চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন, যদি না বেইজিং অত্যন্ত আসক্তিযুক্ত মাদকদ্রব্য ফেন্টানাইল পাচার বন্ধ করতে কোনো পদক্ষেপ না নেয়। ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্কের হুমকিও দিয়েছিলেন। রীতি অনুসারে, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে।

 

সূত্র : রয়টার্স