NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

‘পুষ্পা ২ বক্স অফিসে তাণ্ডব ৪ দিনে আয় ৮০০ কোটি


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ এএম

‘পুষ্পা ২ বক্স অফিসে তাণ্ডব  ৪ দিনে আয় ৮০০ কোটি

মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল ‘পুষ্পা ২’, মুক্তির পর সিনেমাহলে সুনামি উঠবে তা অনুমেয় ছিল। বক্স অফিসে দেখাও গেল সেই দৃশ্যই। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা!

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে।

রবিবার পর্যন্ত সিনেমাটির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! আর বিশ্বব্যাপী তুলে নিয়েছে ৮০০ কোটি টাকা।

 

আয়ের রেকর্ড 
বানিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, পুষ্পা ২ চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি গত ৪ ডিসেম্বর প্রিমিয়ারে ১০.৬৫ কোটি, এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, দ্বিতীয় দিন ৯৩.৮ কোটি টাকা এবং তৃতীয় দিন ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল। চতুর্থ দিনের ১৪১.৫০ কোটি আয়ে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫২৯ কোটি টাকা।

যা রীতিমতো রেকর্ড!

 


 

মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে  পুষ্পা ২: দ্য রুল'। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় সিনেমার রেকর্ড আগেই ভেঙেছে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছে।

এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে সিনেমাটি। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটি আয় করে ফেলেছে চারদিনে। 

 

এদিকে হিন্দি সংস্করণেও আল্লু অর্জুন ম্যাজিক অব্যাহত রয়েছে। প্রথম তিন দিনেই পুষ্পা ২-এর হিন্দি ভার্সন ছাপিয়েছে ২০০ কোটির মাইলস্টোন যা দ্রুততম সময়ে ২০০ কোটি আয়ের রেকর্ড। আল্লু পিছনে ফেলেছেন শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’কেও।

শুধু শাহরুখ খানই নয়, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, যশের ‘কেজিএফ ২’সহ সবার আয়কে ছাপিয়ে এখন শীর্ষে আল্লু অর্জুন।

 

দর্শক প্রতিক্রিয়া
এদিকে, মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। অ্যাকশন ও মাসালা সিনেমা যারা পছন্দ করেন তাদের কাছে বেশ ভাল লেগেছে এটি। অনেকেই ভাসাচ্ছেন প্রশংসায়। তবে সমালোচকদের প্রশ্নের তীরেও বিদ্ধ হচ্ছে সিনেমাটি। অনেকের মতে, প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি ‘পুষ্পা ২’। গল্পে দম নেই বলেই মনে করছেন অনেকে। প্রথম কিস্তির মতো বৈচিত্রতাও নেই চিত্রনাট্যে। তবে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন আল্লু অর্জুন।

২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’। ইতোমধ্যেই ৮০০ কোটি আয় করে সেই ইঙ্গিতই দিচ্ছে ‘পুষ্পা ২’।