NYC Sightseeing Pass
Logo
logo

ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লেগে গেছে : জুনায়েদ সাকি


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৭ এএম

ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লেগে গেছে : জুনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ভারতের মিডিয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লেগে গেছে। আর পশ্চিমাদের বোঝাতে চাইছে এখানে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিরাপদে নাই। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গণসংহতি আন্দোলনের আয়োজনে ‘গণসংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জুনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায়। এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। ফ্যাসিসদের শক্তি খুব একটা বেশি না। ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে এখন তারা নানান ষড়যন্ত্র করছে।

 


 

তিনি বলেন, মুসলমানদের সংখ্যা বেশি, কাজেই তাদের দায়িত্বও বেশি। সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। তাদের কেউ যেন বঞ্চনার শিকার না হয়। বাংলাদেশে যদি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কোনোভাবে অপমানিত বা আক্রান্ত হয় তাহলে এটা মুসলমানদের জন্য গর্বের ব্যাপার মোটেই না।

কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

 

গাজীপুর জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব লিটন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য দীপক রায়, কালিয়াকৈর উপজেলার আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম খোকন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মী, সদস্য, শিক্ষক-ছাত্র ও বিভিন্ন ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।