দক্ষিণ ভিয়েতনামে সামরিক অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ জন সেনা নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ পাঁচ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে, প্রচণ্ড ঝড়ের সময় বজ্রপাতের কারণে সেনাদের বহন করা ডেটোনেটরগুলোতে (একটি বিস্ফোরক বা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করতে ব্যবহৃত একটি যন্ত্র) বিস্ফোরণ ঘটে। গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের ৭ম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে।