NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সুর পাল্টালেন বিক্রান্ত


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১৪ পিএম

অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সুর পাল্টালেন বিক্রান্ত

হঠাৎ করেই অভিনয় থেকে অবসরে যাবার ঘোষণা দিয়েছিলেন বলিউডের উঠতি তারকা বিক্রান্ত ম্যাসি। ক্যারিয়ারের সোনালি সময়ে থাকা এই অভিনেতা জানালেন সম্প্রতি জানালেন নিজের অবসরের কথা! আর তার এই সিদ্ধান্ত ভক্তদের রীতিমতো অবাক করে দিয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এমন কী হল, যে হঠাৎ ৩৭ বছর বয়সে এমন সিদ্ধান্ত! তবে সে উত্তর অধরা ছিল।

এমনকী, বিক্রান্তও তা নিয়ে মুখ খোলেননি। তবে মিডিয়ায় এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনার কারণে এবার মুখ খুললেন বিক্রান্ত। জানালেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

 

ভারতীয় এক সংবাদমাধ্যমে বিক্রান্ত জানান, ‘আমার পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে।

আমি একেবারেই অবসর ঘোষণা করিনি। বরং অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নেওয়ার কথা জানিয়েছি মাত্র। অভিনয় ছাড়া আমি আর কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত।
তাই কিছুদিনের ব্রেক নিয়েছি।’

 

সোমবার পার্লামেন্টে দেখানো হল বিক্রান্তের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য সবরমতি রিপোর্ট’ সিনেমাটি। এই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নরেন্দ্র মোদি বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না ও ঋদ্ধি ডোগরার প্রশংসাও করেন। এজন্য দারুণ উচ্ছ্বসিত বিক্রান্ত।

বলেন, ‘আমি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটা দেখলাম। গোটা অভিজ্ঞতাটা দুর্দান্ত। আমি খুব খুশি। এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা একটা দিন হয়ে থাকবে।’ 

 

এর আগে, ১ ডিসেম্বর বিক্রান্ত সামাজিক মাধ্যমের পেজে ঘোষণা করেন যে তিনি অভিনয় ছাড়তে চলেছেন। অভিনয়কে বিদায় জানানোর তথ্য উল্লেখ করে বিক্রান্ত ম্যাসি লেখেন, ‘গত কয়েক বছর দারুণ কেটেছে। সবার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি, ততই উপলদ্ধি করছি, আমার বাড়ি ফেরার সময় হয়েছে। একজন স্বামী, বাবা, সন্তান এবং একজন অভিনেতা হিসেবেও।’

বিক্রান্ত অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’। গত ১৫ নভেম্বর মুক্তি পায় এটি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের গুজরাটের গোধরায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়; যাদের অধিকাংশই ছিল হিন্দু তীর্থযাত্রী। ওই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়; যাদের অধিকাংশ ছিল মুসলিম। সেই ঘটনা নিয়ে নির্মিত হয় এই সিনেমা যা মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে। আর এবার তো খোদ প্রধানমন্ত্রীর মুখেই শোনা গেল সিনেমাটির প্রশংসা। 

দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান বিক্রান্ত। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় গতবছর মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’। সিনেমাটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন বিক্রান্ত। জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এছাড়াও ‘হাসিনা দিলরুবা’ এবং ‘সেক্টর থার্টি সিক্স’-এর মতো সিনেমাগুলোতে তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে।