NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মুক্তির আগেই রেকর্ড, এক দিনেই ১০ লাখ টিকিট বিক্রি


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০৮ এএম

মুক্তির আগেই রেকর্ড, এক দিনেই ১০ লাখ টিকিট বিক্রি

৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২।’ আর মাত্র দুই দিন পরই প্রেক্ষাগৃহে আরও একবার উঠবে ‘পুষ্পা’ ঝড়। অবশ্য মুক্তির আগেই একের পর এক ছক্কা হাঁকিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি। অগ্রিম বুকিংয়ের মাত্র এক দিনেই ১ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে পুষ্পার সিক্যুয়েলের।

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, অনলাইন টিকিট বিক্রির সংস্থা ‘বুক মাই শো’-তে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ টিকিট বিক্রি হয়েছে পুষ্পার। ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘বাহুবলী ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। ফলে আশা করাই যায় যে বক্স অফিসে আক্ষরিক অর্থেই ঝড় তুলতে চলেছে এই সিনেমা।


 

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ প্রথম দিনের নিরিখে অগ্রিম বুকিংয়ে ৫০ কোটি টাকা আয় করে ফেলেছে।

নেট কালেকশন আনুমানিক ৩৫.৫৮ কোটি টাকা, এর মধ্যে তেলুগু, হিন্দি ও মালয়ালি ভাষা রয়েছে। তেলুগু ভাষায় প্রি-বুকিং হয়েছে ১৭.১৬ কোটি টাকার, এরপর তালিকায় হিন্দি, সেখানে আয় ১২ কোটির কাছাকাছি। তৃতীয় স্থানে মালয়ালি ভাষা, আয়ের পরিমাণ ১.০২ কোটি টাকা।

 

বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রথম দিন ১০০ কোটির ব্যবসা করবে ‘পুষ্পা ২’।

সেই সঙ্গে বহু রেকর্ড ভাঙবে এটি। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, এটি বিশ্বব্যাপী ২৫০ থেকে ২৭৫ কোটি আয় করবে মুক্তির প্রথম দিন। এখনও দুই দিন বাকি মুক্তির, তাই টিকিট বিক্রির এই ধারা অব্যাহত থাকবে। অনুমান করাই যাচ্ছে, বছর শেষে বছরের সেরা ব্লকবাস্টার হওয়ার পথেই রয়েছে ‘পুষ্পা ২’।