NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বেয়াইকে মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা করলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ পিএম

বেয়াইকে মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা করলেন ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানিজ-মার্কিন ব্যবসায়ী বালোস মাসাদকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে রবিবার এক পোস্টে ট্রাম্প এ কথা জানিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে স্টিফানির স্বামী।

ট্রাম্প লিখেছেন, ‘আমি মাসাদ বালোসকে প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

 


 

মাত্র এক দিন আগেই ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর।

ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলাস।

বিশেষ করে আরব-মার্কিন মুসলিম ভোটারদের মন জয়ে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।

 

মাসাদের বাবা ও দাদা—দুজনই লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগনদাতা। এটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিষ্টান দল।