NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

জওয়াহিরির সন্ধান দিয়েছে তালেবানরাই!


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০১:৫৭ পিএম

জওয়াহিরির সন্ধান দিয়েছে তালেবানরাই!

আর্ন্তজাতিক ডেস্ক: সোমবার মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দার সর্বোচ্চ নেতা আয়মান আল-জওয়াহিরির মৃত্যুর পরে তালেবান এমন হামলার তীব্র নিন্দা করে কাঠগড়ায় তুলেছে যুক্তরাষ্ট্রকে। তাদের দাবি, এই অভিযানে লঙ্ঘন করা হয়েছে দোহা চুক্তি। ভবিষ্যতে এমন হামলা না চালাতেও সতর্ক করা হয়েছে ওয়াশিংটনকে। কিন্তু কী করে ফাঁস হল জওয়াহিরির গোপন আবাসের সন্ধান? উঠে আসছে একটা অন্য সম্ভাবনাও। যেখানে দাবি করা হচ্ছে, তালেবানরাই হয়তো সেই তথ্য ফাঁস করে দিয়েছে!

বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে আল কায়দাকে আফগান ভূমি ছেড়ে চলে যেতে বলেছে তালেবান। আর তা নিয়ে শুরু হয়েছে দর কষাকষিও। পাশাপাশি নিজেদের ভাবমূর্তি শোধরাতে মরিয়া তালেবান আল কায়দাকে কোনও সন্ত্রাসমূলক কার্যকলাপে জড়াতেও বারণ করছে। জানা যাচ্ছে, সম্প্রতি বেশ কয়েকজন তালেবান নেতা নাকি জওয়াহিরির সঙ্গে দেখা করে। তাদেরই কেউ যুক্তরাষ্ট্রের কাছে আল কায়দার ‘টপ বসে’র ঠিকানা ফাঁস করে দিয়েছে, এই সম্ভাবনা জোরালো বলেই মনে করছে ওই সূত্র।

প্রসঙ্গত, দোহা চুক্তিভঙ্গের অভিযোগ যতই তুলুক তালিবান তারা নিজেরও যে সেই চুক্তি মেনে চলেনি তা পরিষ্কাল হয়ে গিয়েছে। ২০২০ সালের ওই চুক্তিতে তালেোন নেতৃত্ব জানায় মার্কিন সেনা কাবুল ছেড়ে চলে গেলে তারা আল কায়দাকে আশ্রয় দেবে না তাদের দেশে। কিন্তু মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার প্রায় এক বছর পরও ৯/১১ হামলার অন্যতম মাস্টারমাইন্ড জওয়াহিরির আফগানিস্তানেই লুকিয়ে থাকা থেকে পরিষ্কার, কথা রাখেনি তালেবানও।

তবে তালেবান নিজেদের ভাবমূর্তি যে শোধরাতে চায়, তা স্পষ্ট। আফগানিস্তানের তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও ত্রাণ পেতে মরিয়া জেহাদি প্রশাসনের গলার কাঁটা এখন আল কায়দা। তাই তাদের সেদেশ থেকে তাড়াতে জওয়াহিরি সংক্রান্ত ‘টিপ’ যুক্তরাষ্ট্রকে দেয়ার দাবি যে একেবারে উড়িয়ে দেয়া যায় না, তা মনে করছে ওয়াকিবহাল মহল।