হঠাৎ করেই বিয়ের খবর জানালেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খরবটি নিজেই জানিয়েছেন চিত্রনায়িকা। সবার কাছে দোয়া চেয়ে জানান, তিনি বিয়ে করেছেন গতকাল ২৮ নভেম্বর।
জানা গেছে, ওই দিন দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তিনি।
কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
গণমাধ্যমে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনেই বিয়েটা হয়েছে।
পরবর্তী সময়ে ঘটা করে আয়োজন করার ইচ্ছা আছে।’
উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন কেয়া। এটি নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর। এরপর টানা ডজন দুয়েক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
চলচ্চিত্রে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া।
কিন্তু নায়িকার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কেয়া। পরবর্তী সময়ে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা।