NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আরো ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ০১:১৮ এএম

আরো ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

গ্রেপ্তার আরো ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এনিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমা করল আমিরাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়।

৭৫ জনকে সাধারণ ক্ষমার বিষয়টি নিশ্চিক করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম।

তিনি শুক্রবার নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

 

সারওয়ার আলম লিখেছেন, জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতাকে  হত‍্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরো ৭৫ প্রবাসী বাংলাদেশিকে আজ ক্ষমা করল আমিরাত সরকার। এ ঘটনায় এ পযর্ন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। আলহামদুলিল্লাহ্।

ধন‍্যবাদ সংশ্লিষ্ট সকলকে।

 


 

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের।

এ সময় তিনি বিক্ষোভকারী ৫৭ বাংলাদেশির শাস্তি মওকুফের অনুরোধ করেন। পরে তাদের ক্ষমা করে দেওয়া হয়।