মুক্তির অপেক্ষায় বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা ‘পুষ্পা ২’। তিন বছর ধরে সিনেমাটির অপেক্ষায় দর্শকবৃন্দ। ৫ ডিসেম্বর পর্দায় বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। আর পুষ্পা ঘিরে দর্শক উন্মাদনা চোখে পড়ার মতোই।
খবর প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪, ০৫:৫১ পিএম
মুক্তির অপেক্ষায় বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা ‘পুষ্পা ২’। তিন বছর ধরে সিনেমাটির অপেক্ষায় দর্শকবৃন্দ। ৫ ডিসেম্বর পর্দায় বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। আর পুষ্পা ঘিরে দর্শক উন্মাদনা চোখে পড়ার মতোই।
তবে পুষ্পার দাপটে মুক্তি পিছিয়ে দেওয়া হলো ‘ছাভা’র।
বুধবার সন্ধ্যায় তরণ আদর্শ তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভিকি কৌশল, রাশ্মিকা মান্দানা, অক্ষয় খান্নার ‘ছাভা’ নতুন মুক্তির তারিখ ঘোষণা করল।
প্রাথমিকভাবে চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালের ৬ ডিসেম্বর ছাভা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’।
মারাঠাসম্রাট শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনীমূলক চলচ্চিত্র ‘ছাভা’। দীনেশ বিজন প্রযোজিত এবং লক্ষ্মণ উতেকার পরিচালিত সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। সম্ভাজির ডাকনামে এই সিনেমার নাম ‘ছাভা’, মারাঠি ভাষায় যার অর্থ ‘সিংহ শাবক।’ শিবাজি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা, অর্থাৎ সিংহ, আর তার পুত্র ‘ছাভা’।