NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

গাড়িতে বসেই অনৈতিক প্রস্তাব, অতীত স্মরণ করলেন ইমন


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ১০:২০ এএম

গাড়িতে বসেই অনৈতিক প্রস্তাব, অতীত স্মরণ করলেন ইমন

এই সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। একের পর এক হিট গান উপহার দিয়েছেন ভারতীয় এ শিল্পী। মানুষের মনে জায়গা করে নিয়েছেন সহজেই। পেয়েছেন জাতীয় পুরস্কারও।

লোকগানের পাশাপাশি আধুনিক গান হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী ইমন। সফল গায়িকা হিসেবেই নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছেন ইমন। তবে আজকের এই সাফল্যের পেছনে রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি একটি পডকাস্টে অতীতের সেই তিক্ত স্মৃতি স্মরণ করলেন গায়িকা।
তেমন পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল অজস্র কাঁটাও। 

 

ইমনের ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়। শোভনের সঙ্গে প্রেম, ব্রেক-আপ হোক বা নীলাঞ্জনের সঙ্গে ভালোবাসার বিয়ে। কিন্তু নিজের সঙ্গে ঘটা এই অশোভন ঘটনার কথা আগে ফাঁস করেননি জাতীয় পুরস্কারজয়ী গায়িকা।

 ইমন জানালেন, ইন্ডাস্ট্রিতে আজ থেকে ১২ বছর আগে এক সিনিয়র গায়কের কু-প্রস্তাব পেয়েছিলেন তিনি। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামের পডকাস্টে অতীতের সেই তিক্ত স্মৃতি স্মরণ করেন গায়িকা।

 

ইমন বলেন, ‘১২ সালের কথা বলছি। একজন সেলিব্রেটেড সিঙ্গারের সঙ্গে আমি যাচ্ছি, প্রগাম করছি। আমার বাবা সামনের সিটে বসা।

উনি ইশারায় আমাকে বলেছিলেন, উনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।’

 

ইমন ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ‘ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও?’ (আপনি কি এখনই করতে চান?)

5
ইমন চক্রবর্তী

তবে সেই নামি গায়কের নাম ফাঁস করেননি ইমন। গায়িকা আরো জানান, প্রত্যেকের একটা স্ট্রাগল থাকে, একটা জার্নি থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফেরা। সহজ ছিল না এই সফর। 

‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গান ইমনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছে। তবে এই গানটি যে ইমনই গাইবেন তা নিশ্চিত ছিল না, এমনটাই জানান ইমন। মিডিয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ইমন। বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।