NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

ইউক্রেনে প্রথমবার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ এএম

ইউক্রেনে প্রথমবার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

রাশিয়া বৃহস্পতিবার প্রথমবারের মতো ইউক্রেনে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে কিয়েভ জানিয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী সকালে দিনিপ্রো শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশেষ করে, রুশ ফেডারেশনের আস্ত্রাখান অঞ্চল থেকে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্রেমলিনের আক্রমণ শুরুর পর প্রথমবার এই ধরনের অস্ত্র ব্যবহৃত হলো বলে বাহিনীটির একটি সূত্র নিশ্চিত করেছে।

 

সূত্রটি আরো জানায়, এটি ‘স্পষ্ট’ যে ওই ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত ও পারমাণবিক—উভয় ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম, পারমাণবিক চার্জ বহন করেনি।

এদিকে মস্কো ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তার ‘এই বিষয়ে কিছু বলার নেই’।

এদিকে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে বিমানবাহিনী জানিয়েছে। তবে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি (আইসিবিএম) ভূপাতিত হয়েছে কিনা তা বিস্তারিত জানানো হয়নি।

 


 

দিনিপ্রো শহর যেখানে অবস্থিত, সেই বৃহত্তর অঞ্চলের প্রধান সের্হি লিসাক বলেছেন, রুশ বিমান হামলায় একটি পুনর্বাসনকেন্দ্র, কয়েকটি বাড়ি ও একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুই ব্যক্তি আহত হয়েছেন। ৫৭ বছর বয়সী এক পুরুষকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৪২ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর রাশিয়া ও ইউক্রেন মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে আরো সক্রিয় হয়েছে।

 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বুধবার জানিয়েছে, লন্ডনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর কিয়েভ যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র রাশিয়ার লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে সেগুলো রাশিয়ার ভূখণ্ডে নাকি অধিকৃত ইউক্রেনে ভূপাতিত হয়েছে তা উল্লেখ করেনি।

সূত্র : এএফপি