NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে- জন্মদিনে বুবলী


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৬:২৫ এএম

জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে- জন্মদিনে বুবলী

দিন তারিখের হিসেব অনুযায়ী আজ চলচ্চিত্র তারকা শবনব বুবলীর জন্মদিন। এই দিনে তেমন কোনো আয়োজন নেই আগেই জানিয়েছেন। তবে এই দিনে কেক কাটতে ভোলেননি নায়িকা। আজ দুপুরে হঠাৎ করেই কেক কাটার ছবি পোস্ট করেন নিজের আইডিতে।

ছবি দেখে বোঝা যাচ্ছে নিজের বাসাতেই আছেন তিনি। সেখানেই সন্তান ও বাবা-মার সঙ্গে কেক কেটেছেন তিনি। বেশ কয়েকটি ছবিতে দেখা মেলে পারিবারিক আবহে দিনটি পালন করছেন করছেন বুবলী।

 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে ! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন।

আলহামদুলিল্লাহ আল্লাহ্। হ্যাশট্যাগ দিয়েছেন বাপজান ও শেহজাদ খান বীর লিখে।

 

এদিকে সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, সম্প্রতি ‘পিনিক’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এতে তাঁর নায়ক থাকছেন আদর আজাদ।

সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে। এ সিনেমার শুটিং করতেই বুবলী যাচ্ছেন কক্সবাজারের রামুতে। বুবলী বলেন, ‘গেল ঈদে ‘জংলি’ মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। আগামী ঈদে এটি মুক্তি পাবে কিনা, তা এখনও অফিসিয়ালি জানানো হয়নি। এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম।
সেই ছবিটির শুটিংয়ের জন্যই রামুতে যাওয়া।’

 

সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন বুবলী। ছবিটির শুটিং শেষ। তবে কবে নাগাদ মুক্তি পাবে সেটা নায়িকার অজানা। বুবলী বলেন, আমাদের কাজ তো অভিনয় করা। কবে মুক্তি পাবে তার সবটাই পরিচালক প্রযোজকদের হাতে।

ইতোমধ্যে তরুণ কয়েকজন নির্মাতার সঙ্গে বুবলীর বেশ কয়েকটি সিনেমা নিয়ে প্রাথমিক মিটিং হয়েছে। অনেকগুলোর চিত্রনাট্যও হাতে রয়েছে। সেগুলো চূড়ান্ত হওয়ার পরই জানানো হবে। তাই আপাতত সেসব নিয়ে নায়িকার মুখ খোলা বারণ। তবে নতুন বছরের শুরুতেই বেশ কয়েকটি ভালো কাজের খবর দিতে পারবেন বলেও ইঙ্গিত দিলেন এ চিত্রনায়িকা।