NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

যুক্তরাষ্ট্র বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ৭৫’ এর সাতই নভেম্বরের পথ ধরেই জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৭:৪০ এএম

যুক্তরাষ্ট্র বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ৭৫’ এর সাতই নভেম্বরের পথ ধরেই জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পচাত্তুরের সাতই নভেম্বরের ঘটনা তুলে ধরে বলেছেন, ঐদিনের পথ ধরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষতায় আসেন এবং পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠা করেন। দেশের স্বাধীন যুদ্ধ ঘোষণা থেকে শুরু করে আমৃত্যু রাষ্ট্র পরিচালনায় জিয়া প্রকৃত দেশ প্রেমিক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার ঘোষক জিয়া ছিলেন সৎ ও সফল রাষ্ট্র নায়ক। মেজর হাফিজ বলেন, পচাত্তুরে ‘সিপাহী-জনতা’র সংহতির মধ্য দিয়ে জিয়া সেনাবাহিনীর বন্দিদশা থেকে মুক্ত হন এবং সেসময় দেশে যে ঐক্যের সৃষ্টি হয়েছিলো, সেই ঐক্য আর সংহতি আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা হয়ে রয়েছে। তিনি বলেন, দেশকে সুসংগঠিত করতে ঐক্যের কোন বিকল্প নেই। খবর ইউএনএ’র।
কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র সমন্বয়ক কমিটির আয়োজনে এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র ব্যানারে ঐতিহাসিক সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন সভায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব:) হাফিজ উপরোক্ত কথা বলেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালণা করেন জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মওলানা ওমর ফারুক। এরপর ৫২’র ভাষা আন্দোলন ও একাত্তুরের মহান মুক্তিযুদ্ধ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ বক্তা ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক ছাত্রদল নেতা ড. জাহিদ দেওয়ান শামীম। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক ছাত্র নেতা আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক নেতা শাহ আলম ও নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ।
যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য মোশাররফ হোসেন সবুজ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বিশিষ্ট লেখক ও সাংবাদিক সাঈদ তারেক, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও সুরুজ্জামান, ঝালকাঠি জেলা বিএনপি’র সহ সভাপতি আলহাজ শহীদুল ইসলাম শিকদার, মহিলাদল নেত্রী সৈয়দা মাহামুদা শিরিন মঞ্চে উপবিষ্ট ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। সভায় অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি জুনায়েদ আল জাফরি, সহ-সভাপতি আজিজুল বারী তিতাস, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকাপম্যান মৃধা মোঃ জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, মাসুদ হোসেন ও হুমায়ূন কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী গণদলের কেন্দ্রীয় সভাপতি ও জাসাস নেতা নাজমুল হুসাইন মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ রহমান, বরিশাল জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম মিরন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য নূর আলম, হাবিবুর রহমান হাবিব, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হক, বিএনপি নেতা ফারুক আহমেদ, মোঃ তালেব মাতবর, যুবনেতা বাচ্চু মিয়া, আল মামুন, ফরহাদ মৃধা, আদনান, আরমান প্রমুখ বক্তব্য রাখেন বলে আয়োজকরা জানান।
সভায় ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশের স্বাধীনতা, পচাত্তুরের সাতই নভেম্বর, জাতীয় সংহতি, বিএনপি’র প্রতিষ্ঠা আর জুলাই-আগষ্ট বিপ্লব একই সূত্রে গাঁথা। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষপটে পচাত্তুরের সাতই নভেম্বরের ঘটনা গভীরভাবে পর্যালোচনা দাবী রাখে। তাই ইতিহাস থেকে আমাদের সত্য ঘটনা জেনে আগামীর বাংলাদেশ গড়তে হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করতে হবে।