চীনের হুনান প্রদেশের একটি প্রাইমারি স্কুলের বাইরে জনতার ভিড়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক চালক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। গাড়িটি একটি সাদা এসইউভি ছিল। গাড়ির চালক অভিভাবক এবং স্কুল নিরাপত্তা সদস্যদের হাতে ধরা পড়েছেন।
খবর প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪, ০৮:০৪ পিএম
চীনের হুনান প্রদেশের একটি প্রাইমারি স্কুলের বাইরে জনতার ভিড়ে গাড়ি চালিয়ে দিয়েছেন এক চালক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। গাড়িটি একটি সাদা এসইউভি ছিল। গাড়ির চালক অভিভাবক এবং স্কুল নিরাপত্তা সদস্যদের হাতে ধরা পড়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, ‘বেশ কয়েকজন ছাত্র এবং প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।’ এ ছাড়া আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে কিছু শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুলের ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। স্কুলটি চীনের দক্ষিণ হুনান প্রদেশের ডিংচেং জেলার ইয়ং’আন প্রাথমিক বিদ্যালয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এক সপ্তাহের মধ্যে চীনে জনতার ওপর এটি তৃতীয় হামলা।
এ ছাড়া চীনের একটি স্কুলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আটজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।
সূত্র : বিবিসি