আসছে ১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিব খানের ‘দরদ’। কিন্তু সেভাবে প্রচারণা চোখে পড়েনি। তবে জানা গেছে, সারা দেশের ৭০টি হলে মুক্তি পাবে। পাশাপাশি ২০টি দেশের আরো দুই শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
খবর প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১০ এএম
আসছে ১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিব খানের ‘দরদ’। কিন্তু সেভাবে প্রচারণা চোখে পড়েনি। তবে জানা গেছে, সারা দেশের ৭০টি হলে মুক্তি পাবে। পাশাপাশি ২০টি দেশের আরো দুই শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
তবে সিনেমা মুক্তি নিয়েও শঙ্কা প্রকাশ করছিলেন কেউ কেউ। অবশেষে গতকাল প্রকাশ পেল দরদের গান ও ট্রেলার। গানটি এরই মধ্যে শাকিবভক্তরা পছন্দ করেছেন।
গতকাল সন্ধ্যায় একসঙ্গে প্রকাশ করা হয়েছে একটি গানের দুটি ভার্সন—হিন্দি ও বাংলা।
রাত ৯টায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায়, এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়।
সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরো অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ। দরদ দিয়েই চার বছর পর ঈদ উৎসব ছাড়া মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্মাতা।