NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

আমস্টারডামে ইসরায়েলবিরোধী বিক্ষোভে শত শত মানুষ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ এএম

আমস্টারডামে ইসরায়েলবিরোধী বিক্ষোভে শত শত মানুষ

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইসরায়েলবিরোধী বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ইসরায়েলি ফুটবল সমর্থকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের রেশ ধরে গত শুক্রবার আমস্টারডামে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ নিষিদ্ধ করেছিলেন নগরের মেয়র ফেমকে হালসেমা।

তবে স্থানীয় সময় গত রবিবার সেই নিষেধাজ্ঞা অমান্য করে গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে নগরের ড্যাম স্কয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। ড্যাম স্কয়ারের শান্তিপূর্ণ জমায়েত থেকে শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে আমস্টারডাম পুলিশ।

 

এর আগে ইসরায়েলি সমর্থকদের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে আমস্টারডামের পুলিশপ্রধান পিটার হোল্লা জানান, বৃহস্পতিবার স্থানীয় ক্লাব আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচের আগে ইসরায়েলি দল মাক্কাবি তেল আবিবের সমর্থকরা আমস্টারডামে ভাঙচুর চালিয়েছে বলে তাদের তদন্তে উঠে এসেছে। তারা ড্যাম স্কয়ারে ফিলিস্তিনি পতাকা পুড়িয়েছে এবং একটি ট্যাক্সি ভাঙচুর করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মাক্কাবি সমর্থকদের ম্যাচ চলাকালে গণহত্যার পক্ষে এবং আরববিরোধী স্লোগান দিতে দেখা যায়। ম্যাচ শুরু হওয়ার আগে স্পেনের বন্যাদুর্গতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের সময়ও তাদের বাঁশি বাজাতে এবং স্লোগান দিতে দেখা যায়।

 

ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ার পরই ম্যাচ শেষে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাধে ইসরায়েলি সমর্থকদের। এই সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ৬০ জনের বেশি স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করেছে আমস্টারডাম পুলিশ।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলছেই। লেবাননের বিভিন্ন জায়গায় গত রবিবার ইসরায়েলের চালানো বিভিন্ন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে।

গত রবিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

অন্যদিকে গতকাল রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও লেবাননে যে সংকট দেখা দিয়েছে, তার সুরাহা করতেই এই সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলের অভিযানের নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান।       

সূত্র : আলজাজিরা, বিবিসি