NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

হতাশার কথা জানিয়ে তোপের মুখে শবনম ফারিয়া


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০২:০৬ এএম

হতাশার কথা জানিয়ে তোপের মুখে শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি। শোবিজে আগের মতো দেখা যায় না তাকে। সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন এই অভিনেত্রী।

সমসাময়িক ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পাশে ছিলেন। তবে হঠাৎ করেই হতাশা জেঁকে বসেছে অভিনেত্রীকে। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানালেন শবনম ফারিয়া।

 

রবিবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন শবনম ফারিয়া, যা ঘিরে অনুরাগীদের মাঝেও বেশ কৌতূহল তৈরি হয়েছে। পোস্টে অভিনেত্রী জীবন নিয়ে হতাশার কথা উল্লেখ করেছেন। লিখেছেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম। বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রচুর ঝগড়া করেছিলাম, বলছিল- দেখিস! দেখতেছি।

হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা!’

 

1
শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট

এদিকে অভিনেত্রীর এমন পোস্ট দেখে অনুরাগীদের পাশাপাশি নেটিজেনরাও মন্তব্য করছেন। অনেকেই দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বিদ্রুপ করছেন অভিনেত্রীকে। পোস্টে ‘হাহা’ রি-অ্যাক্ট দেখেই বোঝা যাচ্ছে, অভিনেত্রীর হতাশার এই পোস্টকে বিদ্রুপ করছেন অধিকাংশ মানুষ। একজন লিখেছেন, ‘যা-ই হোক, নিজেদের ওপর পড়ার পরে তা-ও ক্লিয়ার বলতে পারলেন না- এটা দুঃখজনক। আগে যারা গণতন্ত্রের বাণী শুনিয়েছেন, এখন তারা তামাশা দেখছেন, এর মাঝে আপনিও একজন।

’ অপর একজন লিখেছেন, ‘এটাই পাওনা ছিলেন, ওয়েট আরো পাবেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সবেই তো শুরু আপা, এত তাড়াতাড়ি স্বাধীনতার স্বাদে অনীহা আনা যাবে না।’ কেউ কেউ বিদ্রুপ করে লিখছেন, ‘লাল স্বাধীনতার লাল গোলাপ শুভেচ্ছা।’ 

 

তবে অনুরাগীদের এমন মন্তব্যের ঝড়ে নিজের স্ট্যাটাসে কিছুটা সংশোধন করেছেন অভিনেত্রী। স্ট্যাটাসের নিচে যোগ করেছেন, ‘স্ট্যাটাসটা একটা প্রেম-ভালোবাসা বিষয়ক স্ট্যাটাস ছিল! বাকিটা মনে হচ্ছে ইতিহাস। ধন্যবাদ পেজ-এর রিচ বাড়ানোর জন্য! যে যা ভেবে শান্তি পায়!’ এরপর পোস্টে মন্তব্যের অপশন বন্ধ করে দেন অভিনেত্রী।

অভিনয়ে বর্তমানে কিছুটা নিজেকে আড়াল রাখতে দেখা যাচ্ছে শবনম ফারিয়াকে। পর্দায় আগের মতো নিয়মিত নেই। তবে এবার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফারিয়া। বিচারক হিসেবে পর্দায় ফিরতে চলেছেন। এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি।