NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

চীন-রাশিয়ার সংস্কৃতি প্রচারে সিএমজি কাজ করবে:সিএমজি শেন হাই শিয়ং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৭:৫৮ এএম

চীন-রাশিয়ার সংস্কৃতি প্রচারে সিএমজি কাজ করবে:সিএমজি শেন হাই শিয়ং

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিকস নেতাদের ১৬তম শীর্ষ বৈঠকে যোগ দিতে রাশিয়ার কাজান সফর করছেন। স্থানীয় সময় বুধবার চায়না মিডিয়া গ্রুপ এবং রাশিয়ার অল-রাশিয়ান স্টেট টেলিভিশন যৌথভাবে কাজানে চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগদানকারী অতিথিরা যৌথভাবে রাশিয়ার বিশেষ প্রদর্শনী ‘কীভাবে সভ্যতা গঠিত হয়? লিয়াংজু সভ্যতার সাথে সাক্ষাৎ’ ২০২৪ সালের বৈশ্বিক প্রদর্শনীর সূচনা প্রত্যক্ষ করেছে। সিএমজি ও রাশিয়ার বিভিন্ন সংস্থার সাথে সহযোগিতা চালু হয়েছে। এর মধ্যে ‘চীনের সাথে সাক্ষাৎ’ ও ‘আমার চীনা গল্প’ ইত্যাদি সম্প্রচার হবে। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় অনুষ্ঠানের সাফল্য কামনা করে বার্তা পাঠিয়েছে।

সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের পরিচালক শেন হাই শিয়ং তার বক্তৃতায় বলেছেন যে, এ বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী, চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী, এবং ‘চীন-রাশিয়া সাংস্কৃতিক বর্ষে’র সূচনা। দুই রাষ্ট্র প্রধানের কৌশলগত দিকনির্দেশনার অধীনে, চীন-রাশিয়া সম্পর্ক সর্বকালের উচ্চতায় রয়েছে, যা বিশ্বের দুটি প্রধান-দেশের সম্পর্কের জন্য একটি নতুন মডেল স্থাপন করেছে। সিএমজি সবসময় চীন-রাশিয়া বন্ধুত্বের উত্তরাধিকার এবং দুই জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার উত্তরাধিকার প্রচারে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে, সিএমজি এবং রাশিয়ার অনেক মূলধারার মিডিয়ার সাথে সহযোগিতাকে গভীর করেছে। যৌথভাবে ‘হাই-টেক রোড’ এবং ‘সিল্ক রোড ইকোসে’র মতো সংবাদ বৈশিষ্ট্যগুলো সৃষ্টি করেছে এবং যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। এটি দুই দেশের মধ্যে আদান-প্রদানের সেতু হিসাবে কাজ করে। ‘চীন-রাশিয়া সংস্কৃতি বর্ষে’র জন্য আরও হাইলাইট তৈরি করতে সিএমজি রাশিয়ার সর্বস্তরের সাথে কাজ করবে। যাতে চীন এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্ব আরও উজ্জ্বল হয়।

রাশিয়ায় ‘কীভাবে সভ্যতা গঠিত হয়? লিয়াংজু সভ্যতার সাথে সাক্ষাত’ ২০২৪ সালের বৈশ্বিক প্রদর্শনীর একই দিনে শুরু হয়। বিশেষ প্রদর্শনীর লক্ষ্য লিয়াংজু সংস্কৃতির সুদীর্ঘ ইতিহাস এবং সমৃদ্ধ অর্থ উপস্থাপন করা। ঐতিহ্যবাহী লোক অভিজ্ঞতা, সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন এবং অন্যান্য রূপের মাধ্যমে, রাশিয়ান জনগণ চীনা সভ্যতা গভীরতা এবং নিরন্তর আকর্ষণ উপভোগ করতে পারে। 

অনুষ্ঠানে, সিএমজি’র রিসার্চ ইনস্টিটিউট, এশিয়া-ইউরোপ সদর দফতর এবং সিজিটিএন (চায়না গ্লোবল টিভি নেটওয়ার্ক) রাশিয়ার কাজান ফেডারেল ইউনিভার্সিটি, রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের জাতীয় জাদুঘর এবং রাশিয়ার ব্রিকস টিভির সাথে বিভিন্ন সহযোগিতায় পৌঁছেছে। যেমন কর্মী বিনিময়, প্রযুক্তির উদ্ভাবন, বাজার সম্প্রসারণ এবং সাংস্কৃতিক পর্যটন সম্পদ উন্নয়নের মতো ক্ষেত্র।

চীন-রাশিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, তাতারস্তান প্রজাতন্ত্রের প্রাসঙ্গিক সরকারী সংস্থা, রাশিয়ায় চীনা দূতাবাস ও কনস্যুলেট এবং চীনা কম্পানিগুলোসহ চীন ও রাশিয়ার ৩০০ জনেরও গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।