NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ফরাসি চীন সুসম্পর্ক বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৫৫ পিএম

ফরাসি চীন সুসম্পর্ক বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক

 

 

চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২১ অক্টোবর বেইজিংয়ে ফরাসি সাংবিধানিক কমিটির চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাউরেন্ট ফ্যাবিউসের সাথে সাক্ষাৎ করেন।


ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এ বছর ফ্রান্সে ঐতিহাসিক সফর করেছেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন করেছেন, যা নতুন পরিস্থিতিতে চীন-ফ্রান্স এবং চীন-ইইউ সম্পর্কের উন্নয়নে কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। 


চীন এবং ফ্রান্স উভয়ই যে স্বাধীনতায় বিশ্বাসী, তা বিশ্বের সাধারণ প্রবণতার বহুমুখীতার দিকে অগ্রসর হওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক হয়েছে।
ওয়াং ই উল্লেখ করেছেন যে, চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের কিছু বিরোধ উভয়পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইইউ সামগ্রিক এবং দীর্ঘমেয়াদী স্বার্থ থেকে বিবেচনা করে চীনের সাথে আলোচনা ও পরামর্শের মাধ্যমে নিজ নিজ উদ্বেগের সমাধান খুঁজে বের করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।


ফ্যাবিউস বলেছেন যে, স্বাধীনতা মেনে চলা এবং ফ্রান্স-চীন বন্ধুত্ব বজায় রাখা বরাবরই ফরাসি কূটনৈতিক ঐতিহ্য। ফ্রান্স সবসময় অন্যদের ওপর কিছু চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে আসছে এবং আলোচনা ও পরামর্শের মাধ্যমে উপযুক্ত সমাধানের পক্ষে।
উভয় পক্ষ ইউক্রেন সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয় নিয়েও মতবিনিময় করেছে।


সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।