NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

আলটিমেটামের পর আন্দোলনকারী চিকিৎসকদের যে বার্তা দিলেন মমতা


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০৭:০৪ পিএম

আলটিমেটামের পর আন্দোলনকারী চিকিৎসকদের যে বার্তা দিলেন মমতা

আন্দোলনকারী চিকিৎসকদের আলটিমেটামের পর তাদের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৯ অক্টোবর) তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এ সময় তিনি আন্দোলনকারীদের আমরণ অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

মমতা চিকিৎসকদের জানিয়েছেন, তাদের বেশিরভাগ দাবি পূরণ করা হয়েছে এবং ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এর মধ্যে একটি দাবি বাদ রয়েছে।

 


 

এর আগে শনিবার দুপুর ২টায় ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশনমঞ্চে উপস্থিত হন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তারা আন্দোলনকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর ফোনে আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে তিন-চার মাস সময় দিন। হাসপাতালগুলোতে নির্বাচন করাব। আপনাদের পরীক্ষা রয়েছে নবেম্বর-জানুয়ারি মাসে। আপনাদের পড়াশোনার ক্ষতি হোক তা চাই না।

 


 

তৃণমূল কংগ্রেস প্রধানও বলেন, ‘সরকারি হাসপাতালে সেবা না দিলে মানুষ কোথায় যাবে? দিদি হিসেবে বলছি, অনশন প্রত্যাহার করুন।’ এ সময় তিনি অনশনকারীদের ১০ দফা দাবি ফোনেই শুনতে চান। তবে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, ‘ একটি পরিবার থেকে কি সকলকে সরানো যায়?’

মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে তিনি সোমবার চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন।

ফোন কলের আগে এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘আমরা চাই মুখ্যমন্ত্রী আলোচনার জন্য বসুন এবং আমাদের সমস্ত দাবি বাস্তবায়ন করুন।’


 

আন্দোলনরত চিকিৎসকরা তাদের দাবি আদায়ে রবিবার মেগা সমাবেশেরও পরিকল্পনা করেছেন।

 

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে কেউ কেউ ৫ অক্টোবর থেকে কলকাতার এসপ্ল্যানেড এলাকায় আমরণ অনশনে রয়েছেন। তারা পশ্চিমবঙ্গ সরকারকে একটি আল্টিমেটাম জারি করেছেন এবং সোমবারের মধ্যে তাদের দাবি না মানলে মঙ্গলবার সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুমকি দিয়েছেন।


 

আন্দোলনকারীদের দাবিগুলো ছিল, হাসপাতালের বাইরে নিরাপত্তা জোরদার করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও রয়েছে হাসপাতাল ও মেডিকেল কলেজে কাউন্সিল নির্বাচন এবং নিগমকে অপসারণ। গত ৯ আগস্ট কলকাতার সরকারি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর বিক্ষোভ শুরু হয়।