NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ
Logo
logo

অন্তর্বর্তী সরকার আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটেছে


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৩:৩২ পিএম

অন্তর্বর্তী সরকার আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটেছে

শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন ছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই টানাপোড়েন কেটে গেছে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে কার সঙ্গে সম্পর্ক উষ্ণ হয়েছে আর কার সঙ্গে খারাপ হয়েছে- এমন প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, বিগত সরকারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটু টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। এটি আমরা জানি সবাই। অস্বীকার করার কোনো অর্থ হয় না। আমি মনে করি, সেই জিনিসটা কেটে গেছে।

তৌহিদ হোসেন বলেন, আমাদের একটা নীতি আছে- সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। সেক্ষত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় একটি টানাপোড়েন ছিল। সেটি ছিল এর ব্যত্যয়। সেটিকে আমার মনে হয় কানেক্ট করতে পেরেছি।

 

সম্পর্কের উষ্ণতা নিয়ে কথা বললেও খারাপ সম্পর্ক কোন রাষ্ট্রের সঙ্গে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তৌহিদ হোসেন।

মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোস বুধবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন। সেজন্য ওই বৈঠক নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।

বৈঠক পিটার হাসের উপস্থিতি নিয়ে করা প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, তিনি (পিটার হাস) ওভাবে আমার সঙ্গে দেখা করতে আসেননি। তিনি একটি প্রতিনিধি দলের অংশ ছিলেন। প্রতিনিধি দলের নেতা ছিলেন না। তিনি চাকরি করেন। তার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। জাস্ট হাত মেলানো…। অ্যাকসিলারেট এনার্জির প্রধান আমার সঙ্গে দেখা করতে এসেছেন।

 

উপদেষ্টা বলেন, এই অঞ্চল প্রধানের (অ্যাকসিলারেট এনার্জির) সঙ্গে আমার কিছু কথা হয়েছে। তার চেয়ে বেশি হয়েছে জ্বালানি উপদেষ্টার। কারণ, তাদের এখানে বিনিয়োগের প্রশ্ন আছে, যাতে আমাদের গ্যাসের শর্টেজ মিট করা যায়; এ ধরনের বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। প্রতিনিধি দল একেবারে বিজনেস ডেলিগেশন ছিল, যার কারণে তাদের সঙ্গে রাজনৈতিক কোনো কথাবার্তা হয়নি।

 

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।