NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

হোয়াইট হাউস ছাড়ার পর পুতিনের সঙ্গে সাতবার আলাপ ট্রাম্পের: সাংবাদিকের দাবি


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৬:৪৪ পিএম

হোয়াইট হাউস ছাড়ার পর পুতিনের সঙ্গে সাতবার আলাপ ট্রাম্পের: সাংবাদিকের দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। একজন বিখ্যাত সাংবাদিক এমন দাবি করেছেন।

 সাংবাদিক বব উডওয়ার্ড (৮১) অভিযোগ করেছেন, ট্রাম্প ২০২১ সালের জানুয়ারিতে ওভাল অফিস ছেড়ে যাওয়ার পর থেকে রুশ নেতাকে কমপক্ষে সাতবার ফোন করেছেন ট্রাম্প। 

 উডওয়ার্ড তার আসন্ন বই ‘ওয়ার’-এ দাবি করেছেন এই বছরের শুরুতে একটি ফোন কল করা হয়েছিল।

ট্রাম্প এক সহযোগীকে তার মার-এ-লাগো রিসোর্ট ক্লাবের অফিস ছেড়ে চলে যেতে বলেছিলেন, যাতে তিনি রুশ নেতার সঙ্গে কথা বলতে পারেন। তবে ট্রাম্পের প্রচারণা শিবির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

 

সাবেক প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং দাবি করেন, উডওয়ার্ডের বইয়ের কোনো গল্পই সত্য নয়। তিনি বলেন, এগুলো ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’-এ আক্রান্ত একজন সত্যিকারের উম্মাদ ও পাগল মানুষের কাজ।

 

৭৮ বছর বয়সী ট্রাম্প নিজেও এই দাবি অস্বীকার করেছেন। এবিসি নিউজের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প উডওয়ার্ড সম্পর্কে বলেছিলেন, ‘তিনি একজন গল্পকার। তিনি ভালো মানুষ নন এবং তার ধারণা খুব অদ্ভুত, যেনো পাগল হয়ে গেছে।’ 

রাশিয়ান নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, গতকাল বুধবার ক্রেমলিনও এই দাবি অস্বীকার করেছে।

এ বিষয়ে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘না, এটি সত্য নয়।’

 

উডওয়ার্ড অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সবচেয়ে বেশ পরিচিত। তিনি ১৯৭৪ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ক্ষমতা থেকে নামিয়ে আনতে ভূমিকা রেখেছিলেন। রুশ নেতার সঙ্গে ট্রাম্পের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে বলে বইটিতে করা দাবিটি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

সূত্র : আল-জাজিরা