NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

বাংলাদেশ-চীন ইস্যুতে ভারতের নৌবাহিনীর শীর্ষ বৈঠক


খবর   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৬ পিএম

বাংলাদেশ-চীন ইস্যুতে ভারতের নৌবাহিনীর শীর্ষ বৈঠক

ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ায় দেশটির নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা বৈঠক করবেন। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বৈঠকে দেশটির অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব আসন্ন প্রধান নিরাপত্তা উদ্বেগ হিসেবে বৈঠকে আলোচনার জন্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হলো চীনের ক্রমবর্ধমান কর্মকাণ্ড এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তা।

 

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই বৈঠকটি ১৭ সেপ্টেম্বর থেকে দিল্লির নতুন নৌবাহিনী সদর দপ্তরে চার দিন ধরে অনুষ্ঠিত হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।

এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের পর এই বৈঠকের ঘোষণা এলো।

এর আগে লক্ষ্নৌতে রাজনাথ যৌথ কমান্ডারদের সম্মেলনে প্রতিরক্ষা বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন।

 

এনডিটিভি আরো জানিয়েছে, বৈঠকে নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও আলোচনায় তোলা হবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সব সময় উচ্চমাত্রার কার্যক্রমিক প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া এডেন উপসাগরে নৌবাহিনীর কার্যক্রমগুলোও পর্যালোচনা করা হবে, যেখানে এই বছরের শুরুতে জলদস্যু ও ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সফলতা পেয়েছে তারা।

 

ভারতের নৌবাহিনী বছরে দুবার কমান্ডারদের সম্মেলন করে, যেখানে সব ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও উপস্থাপনা দেন।