খবর প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪, ০৮:১৭ এএম
আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে একাধিক যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন। আহতদের আতোয়াক ডি আলভারেজ শহরের একটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, সকাল ৬.৩০ মিনিটের দিকে গেরেরোর কোস্টা গ্র্যান্ডে অঞ্চলের আকাপুলকো-জিহুয়াতানেজো হাইওয়েতে এই দুঘটনা ঘটে। খবর এনডিটিভি
কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রাইভেট গাড়ির চালক একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে চেয়েছিল কিন্তু তার পিছনের ধাক্কা লাগে। এইজন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যায়। যেখানে অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছে। দুর্ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কটি বন্ধ ছিল।