NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো তিন হত্যা মামলা


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২২ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো তিন হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো তিনটি হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়েছে। তিনটির মধ্যে দুটি মামলা থানার পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।

 

রাজধানীর রূপনগরে শামীম হাওলাদার নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৩৯ জনের নামে মামলা করা হয়েছে। গত ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর সংলগ্ন প্রশিকা মোড়ে উপরোক্ত আসামিদের নির্দেশে গুলিতে শামীম হাওলাদার নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে নিহতের চাচাতো ভাই মো. সম্রাট এই মামলা করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো জিডি বা অপমৃত্যুর মামলা হয়েছে কি না, সে বিষয়ে ১০ সেপ্টেম্বরের মধ্যে রূপনগর থানার পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

দ্বিতীয় মামলাটি হয়েছে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ হত্যার অভিযোগে, শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে নিহতের প্রতিবেশী আশরাফ সিদ্দিকী মামলাটি করেন। আদালত এই মামলার আবেদনটি রাজধানীর উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।


এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নম্বর সেক্টরে আধুনিক মেডিক্যালের পাশে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্যান্য আসামি গুলি ছোড়েন। এতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ছাড়া গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে আমীর হোসেন নামের এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ২৪ জনের নামে মামলা করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।