NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নাগরিকদের গাড়িতে উঠতে পারবে না পাকিস্তান পুলিশ


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৪ পিএম

নাগরিকদের গাড়িতে উঠতে পারবে না পাকিস্তান পুলিশ

নিজ গন্তব্যে যেতে সাধারণ নাগরিকদের গাড়িতে উঠতে পুলিশ সদস্যদের নিষেধ করেছে পাকিস্তান। যথাযথ পেশাদারত্ব বজায় রাখতে পুলিশের এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বলেছে লাহোর কর্তৃপক্ষ। এআরওয়াই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাব হাইওয়ে প্যাট্রলের ডিআইজি এক নির্দেশনায় বলেছেন, রিং রোড, জি টি রোড ও মোটরওয়েজের মতো সড়কগুলোতে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের গাড়িতে লিফট নিতে পারবেন না।

 

গণমাধ্যমের তথ্য মতে, সাম্প্রতিক সময়ে লাহোরের পুলিশ সদস্যদের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহন থামিয়ে লিফট চাইতে দেখা গেছে। যা তাদের আচরণবিধির পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতেই নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন।

নির্দেশনায় বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং নির্দেশ লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পদক্ষেপকে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উন্নত করার এবং কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারত্ব নিশ্চিত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।