NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাদিয়া আয়মানের সঙ্গে ‘প্রেম’ প্রসঙ্গে যা বললেন খায়রুল বাসার


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৩ এএম

সাদিয়া আয়মানের সঙ্গে ‘প্রেম’ প্রসঙ্গে যা বললেন খায়রুল বাসার

এই সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। বর্তমানে নাটক নিয়েই তার ব্যস্ততা। অন্যদিকে স্বল্প সময়েই দর্শকপ্রিয়তার শীর্ষে সাদিয়া আয়মান। পর্দায় এই দুজনের জুটি ব্যাপক দর্শকপ্রিয়।

তাই দুজনকে নিয়ে গুঞ্জনও চলছে জোরেশোরে। প্রেম করছেন সাদিয়া-খায়রুল, এমনটাই আলোচনা রয়েছে শোবিজ অঙ্গনে। এবার এ প্রসঙ্গে কথা বললেন খায়রুল বাসার।

 

সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে কথা বলেছেন খায়রুল।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি শুধুই গুজব। তিনি বলেন, “সাদিয়ার সঙ্গে আমার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেখান থেকেই এ চিন্তা বা কথাগুলো আসে। আলোচনাটা কিন্তু সুন্দর, খারাপ কিছু না।
আমি উপভোগ করি। তাছাড়া এ বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। নতুন কিছু বলার নেই। গুঞ্জন তো গুঞ্জনই। এ ধরনের কথা আমিও শুনি।

 

5
খায়রুল বাসার ও সাদিয়া আয়মান

সাদিয়ার সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন খায়রুল বাসার। নাটকে একই জুটি ঘুরেফিরে পর্দায় আসা প্রসঙ্গে অভিনেতা বলেন, “অভিনয়শিল্পী নির্বাচন করেন নির্মাতা। গল্প অনুযায়ী যাকে মানানসই তাকেই কাস্ট করা হয়। কাজটা কার সঙ্গে করছি এটা আমার হাতে নেই। জুটি বেঁধে কাজ করলে সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে, একটা বোঝাপড়া সৃষ্টি হয়। শুটিংয়ের সময় এটা খুব কাজে লাগে। আবার, বারবার একই জুটি নাটকের বৈচিত্র্য কমিয়ে দেয়। অথচ, কোনো জুটির একটা কাজ দর্শকপ্রিয় হলে একই ধরনের গল্পে একই জুটি নিয়ে ভাবতে থাকেন সবাই। এটা না হলেই ভালো।”


 

সর্বশেষ কাজলরেখা সিনেমায় দেখা গেছে এ অভিনেতাকে। আরো দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ ও অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ করেছি। সিনেমা দুটি নিয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। আশা করছি দর্শকরা শিগগির দেখতে পারবেন।”


এই সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। বর্তমানে নাটক নিয়েই তার ব্যস্ততা। অন্যদিকে স্বল্প সময়েই দর্শকপ্রিয়তার শীর্ষে সাদিয়া আয়মান। পর্দায় এই দুজনের জুটি ব্যাপক দর্শকপ্রিয়। তাই দুজনকে নিয়ে গুঞ্জনও চলছে জোরেশোরে। প্রেম করছেন সাদিয়া-খায়রুল, এমনটাই গুঞ্জন রয়েছে শোবিজ অঙ্গনে। এবার এ প্রসঙ্গে কথা বললেন খায়রুল বাসার।

সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মানের প্রসঙ্গে কথা বলেছেন খায়রুল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি শুধুই গুজব। তিনি বলেন, “সাদিয়ার সঙ্গে আমার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেখান থেকেই এ চিন্তা বা কথাগুলো আসে। আলোচনাটা কিন্তু সুন্দর, খারাপ কিছু না। আমি উপভোগ করি। তাছাড়া এ বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। নতুন কিছু বলার নেই। গুঞ্জন তো গুঞ্জনই। এ ধরনের কথা আমিও শুনি।”

সাদিয়ার সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন খায়রুল বাসার। নাটকে একই জুটি ঘুরেফিরে পর্দায় আসা প্রসঙ্গে অভিনেতা বলেন, “অভিনয়শিল্পী নির্বাচন করেন নির্মাতা। গল্প অনুযায়ী যাকে মানানসই তাকেই কাস্ট করা হয়। কাজটা কার সঙ্গে করছি এটা আমার হাতে নেই। জুটি বেঁধে কাজ করলে সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে, একটা বোঝাপড়া সৃষ্টি হয়। শুটিংয়ের সময় এটা খুব কাজে লাগে। আবার, বারবার একই জুটি নাটকের বৈচিত্র্য কমিয়ে দেয়। অথচ, কোনো জুটির একটা কাজ দর্শকপ্রিয় হলে একই ধরনের গল্পে একই জুটি নিয়ে ভাবতে থাকেন সবাই। এটা না হলেই ভালো।”

সর্বশেষ কাজলরেখা সিনেমায় দেখা গেছে এ অভিনেতাকে। আরো দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ ও অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ করেছি। সিনেমা দুটি নিয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। আশা করছি দর্শকরা শিগগির দেখতে পারবেন।”

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে নিয়মিত কথা বলতে দেখা যায় খায়রুল বাসারকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝেও গেছেন ত্রাণ সহায়তা দিতে। অবশ্য সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করে সমালোচনার মুখেও পড়েছেন অভিনেতা।