NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বন্যার্তদের জন্য দুই দিনব্যাপী কনসার্ট


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৪, ০৭:৪৭ পিএম

বন্যার্তদের জন্য দুই দিনব্যাপী কনসার্ট

দেশে হঠাৎ বন্যায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলা। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ লাখ মানুষ। ধীরে ধীরে পানি কমলেও দুর্ভোগ কমেনি। এই দুর্যোগে পাশে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ থেকে তারকারা।

বন্যার্তদের জন্য আয়োজন করা হচ্ছে নানা ধরনের আয়োজন। বিশেষ করে কনসার্টে কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই গাইছেন শিল্পীরা। গেল সপ্তাহেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছিল ‘জরুরি সংযোগ কনসার্ট’। যেখান থেকে প্রায় ২১ লাখ টাকা সংগ্রহ করে ব্যয় করা হয়েছে বন্যার্তদের সেবায়।

 

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় বানভাসীদের সহায়তার উদ্দেশ্যে দেখা গেছে কনসার্ট আয়োজন। একই উদ্দেশ্যে এবার ঢাবির চারুকলা ইনস্টিটিউট আয়োজন করল দুই দিনব্যাপী কনসার্টের।

চারুকলা পরিবার জানিয়েছে, বকুলতলার গান-১ শুক্রবার (৩০ আগস্ট) ও শনিবার (৩১ আগস্ট) সারা দেশে বন্যার্ত মানুষের পুনর্বাসনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট দুই দিনব্যাপী উন্মুক্ত কনসার্টের আয়োজন করেছে। কনসার্টে নগদ অর্থ সংগ্রহ করার জন্য থাকবে বুথ।

এ েছাড়া বন্যার্তদের জন্য সংগ্রহ করা হবে ব্যবহারযোগ্য জামাকাপড়সহ অন্য ত্রাণসামগ্রী।

 

প্রথম দিনে কনসার্টে অংশ নিয়েছে ব্যান্ড শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, আপেক্ষিক, সর্বনাম, অর্ঘদেব এবং চারুকলার গানের দল। কনসার্টের দ্বিতীয় দিন শনিবার একই মঞ্চে গাইবে জলের গান, মেঘদল, হাইওয়ে, কাকতাল, আহমেদ সানি, বাউলা ও আনান সিদ্দিকা। বিকেল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

শ্রোতা-দর্শকদের উদ্দেশে শুক্রবার ব্যান্ড শিরোনামহীন জানায়, ‘আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যারা গান শুনতে আসবেন সবাই কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন।

 

একই সঙ্গে দলটির পক্ষ থেকে জানানো হয়, বন্যার্তদের জন্য এটি হতে যাচ্ছে চলতি সপ্তাহে বিনা পারিশ্রমিকের তৃতীয় কনসার্ট। বন্যার্তদের সহায়তায় এই ধারা সামনে অব্যাহত রাখবেন বলেও জানায় ব্যান্ডটি।