দেশের একটা অংশ বন্যায় আক্রান্ত। এতে অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। এমনকি যারা এই মুহূর্তে কাজের সূত্রে দেশের বাইরে অবস্থান করছেন তারাও বন্যার পরিস্থিতি নিয়ে সরব রয়েছেন সোশ্যাল মিডিয়ায়।