আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মেয়াদ বাড়িয়েছে অ্যাস্টন ভিলা। নতুন চুক্তি অনুযায়ী ইংলিশ ক্লাবটিতে ২০২৯ সাল পর্যন্ত থাকবেন তিনি।
আগের চুক্তিতে ৩১ বছর বয়সী মার্টিনেজের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। ২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেওয়ার পর ২০২২ সালে আরো তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি।