NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

প্রেম ভাঙেনি, একসঙ্গেই রয়েছেন ডাকোটা-মার্টিন


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

প্রেম ভাঙেনি, একসঙ্গেই রয়েছেন ডাকোটা-মার্টিন

একজন চলচ্চিত্রের তারকা, অন্যজন গানের। দুজনেরই জনপ্রিয়তা ও ব্যস্ততা ঢের। এর মধ্যেই চলছে হৃদয়ের লেনাদেনা। সেটাও দীর্ঘ সাত বছর ধরে।

 

হ্যাঁ, আমেরিকান অভিনেত্রী ডাকোটা জনসন ও ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের কথা বলা হচ্ছে। গতকাল হঠাৎ খবর ছড়ায়, তাঁরা সম্পর্কে ইতি টেনেছেন। একটি সূত্রের দাবি, ‘কয়েক মাস ধরে ক্রিস ও ডাকোটা প্রবল চেষ্টা করেছেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। দুজনেরই পরস্পরের প্রতি ভালোবাসা আছে, তবে দিনশেষে তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।

তাঁরা ব্যস্ত মানুষ, দুজনের ক্যারিয়ার ভিন্ন, অগ্রাধিকার ভিন্ন। এ কারণে আলাদা হয়ে যাওয়ার পথই বেছে নিয়েছেন তাঁরা।’

 

5
ডাকোটা জনসন ও ক্রিস মার্টিন

তবে ‘ফিফটি শেডস অব গ্রে’ অভিনেত্রীর এক প্রতিনিধি জানিয়েছেন, তারকাদ্বয় এখনো একসঙ্গেই আছেন। প্রতিনিধির ভাষ্য, ‘তাঁরা সুখে-শান্তিতে একসঙ্গে আছেন।

মাঝে কিছু উত্থান-পতন গেছে, তবে এখন তাঁরা পুরোদমে সম্পর্কে আছেন এবং তাঁদের বন্ধন আরো মজবুত হচ্ছে।’

 

২০১৭ সাল থেকে প্রেম করছেন ডাকোটা ও ক্রিস। গুঞ্জন রয়েছে, চলতি বছরের মার্চে তাঁরা গোপনে বাগদান সেরেছেন। যদিও বিষয়টি নিয়ে তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দেননি।