NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

অনির্দিষ্টকাল নিষিদ্ধ ডিকভেলা


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

অনির্দিষ্টকাল নিষিদ্ধ ডিকভেলা

শরীরে নিষিদ্ধ ওষুধের উপাদান পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলাকে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসি। লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালে গল মার্ভেলসের অধিনায়ক ডিকভেলা অ্যান্টি-ডোপিং পরীক্ষা দিয়েছিলেন।

এসএলসি বিবৃতিতে জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

শ্রীলঙ্কার অ্যান্টি-ডোপিং এজেন্সি (স্লাডা) এলপিএল চলাকালে তার ডোপিং পরীক্ষা করে। খেলোয়াড়দের সততা বজায় রাখার স্বার্থে এই পরীক্ষা নেওয়া হয়। এই কার্যক্রমে বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির নীতিমালা অনুসারে শ্রীলঙ্কার স্পোর্টস মন্ত্রণালয়ও সমন্বয় করে। লক্ষ্য ছিল ক্রিকেটকে যেকোনো ধরনের নিষিদ্ধ উপাদানের প্রভাবমুক্ত রাখা।

 

২০২৩ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ৩১ বছর বয়সী ডিকভেলা। তবে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন তিনি। তবে একাদশে সুযোগ হয়নি তার। 

এলপিএলের গত আসরে ডিকভেলা গল মার্ভেলসের নেতৃত্ব দেন।

ফাইনালে জাফনা কিংসের কাছে হেরে শিরোপার স্বপ্ন চুরমার হয়ে যায় গল মার্ভেলসের।