NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

নিউইয়র্কে নতুন সাপ্তাহিক ‘বাংলা পোষ্ট’ বাজারে আসছে ১৯ আগষ্ট


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৪, ০১:৩২ এএম

নিউইয়র্কে নতুন সাপ্তাহিক ‘বাংলা পোষ্ট’ বাজারে আসছে ১৯ আগষ্ট

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র নিউইয়র্ক। এই নিউইয়র্ক থেকে দুই ডজনাধিক পত্রিকা প্রকাশিত হলেও হাল আমলে হাতেগোনা কয়েকটি পত্রিকা প্রিন্ট হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতে অধিকাংশ পত্রিকা অনলাইনে সংস্করণ প্রকাশিত হচ্ছে। কমিউনিটির চলমান প্রেক্ষাপটে কমিউনিটি সেবার অঙ্গীকার নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে নতুন সাপ্তাহিক ‘বাংলা পোষ্ট’। এটি প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হবে। পত্রিকাটির প্রকাশ হচ্ছে বারী মিডিয়া। এ উপলক্ষ্যে গত ৭ আগষ্ট বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। খ
‘বাংলা পোষ্ট’-এর প্রকাশনা নিয়ে সংবাদ বক্তব্য রাখেন বারী গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আসিফ বারী টুটুল ও পত্রিকাটির সম্পাদকীয় টীমের প্রেসিডেন্ট মুনমুন হাছিনা বারী। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে প্রবীণ সাংবাদিক ও এমসি টিভি’র কর্ণধার কাজী শামসুল হক, বিশিষ্ট ব্যসায়ায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বিশিষ্ট রাজনীতিক আব্দুর নূর বড় ভূইয়া, সঙ্গীত শিল্পী ও আজকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক বারো নেওয়াজ, শাহ গ্রুপের কণূধার শাহ জে চৌধুরী,শো টাইম মিউজিক-এর কর্ধধার আলমগীর খান আলম প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলা পোস্ট’ এর প্রস্তুতি সংখ্যা আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেয়া হহয়।
অনুষ্ঠানে মুনমুন হাছিনা বারী লিখিত বক্তব্যে বলেন, নিউইয়র্কে বারী গ্রুপের সাফল্যের ধারাবাহিকতায় বারী মিডিয়ার মাধ্যমে বাংলা পোষ্ট প্রকাশিত হতে যাচ্ছে। আগামী ১৯ আগষ্ট থেকে পত্রিকাটি নিয়মিত বাজারে আসবে। তিনি বলেন, কমিউনিটি সেবার পাশাপাশি স্বচ্ছতায় অবিচল, বস্তুনিষ্ঠতা আর দায়িত্বশীলতার পাশাপাশি নানা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মনের ভাব প্রকাশে বদ্ধ পরিকর থাকবে ‘বাংলা পোষ্ট’।
আসিফ বারী টুটুল তার বক্তব্যে ‘বাংলা পোষ্ট’ প্রকাশনায় এবং পত্রিকাটি চলার পথে কমিউনিটির সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠনগুলোর মতো ‘বাংলা পোর্ট’ও কমিউনিটির সেবায় ভূমিকা রাখবে বলে জানান।