যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে ভারতের শেয়ারবাজারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষমতাসীন বিজেপির রোষানলে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বিজেপির নেতা অমিত মালভিয়া সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ‘বিরোধীদলীয় নেতা এখন প্রকাশ্যে ভারতীয় শেয়ারবাজার নিয়ে সন্দেহের বীজ বপন করছেন। আমাদের অর্থনীতির ওপর আস্থা নষ্ট করার এই নির্মম প্রচেষ্টার মধ্য দিয়ে রাহুল গান্ধীর প্রকৃত উদ্দেশ্য প্রকাশিত হয়েছে, আর তা হলো ভারতকে ধ্বংস করা।’
তিনি বলেন, হিন্ডেনবার্গের প্রতিবেদনে শেয়ারের দাম নিয়ে কারসাজির অভিযোগের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার (সেবি) কোনো ব্যর্থতা খুঁজে পায়নি সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি।