তিউনিশিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। গতকাল বুধবার তাকে বরখাস্ত করা হয়। তবে কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তার ব্যাখা জানা যায়নি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হাচানিকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিউনিশিয়ার সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মাদৌরির নাম ঘোষণা করা হয়েছে।