NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

আনিকার গানে বলিউডের নারগিস ফাখরি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
আনিকার গানে বলিউডের নারগিস ফাখরি

তরুণ প্রজন্মের মেধাবী গায়িকা তাসনিম আনিকা। ‘খোলা আকাশ’, ‘ইচ্ছেরা’, ‘পারি না’, ‘অভিমান’, ‘পাগলামি’, ‘কাঁটাতার’, ‘লুকোচুরি প্রেম’ ইত্যাদি মৌলিক গানে তিনি স্বকীয়তা প্রকাশ করেছেন। স্টেজ শো’তেও তার পরিবেশনা অনবদ্য।

এবার ‘পালাবি কোথায়’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন আনিকা। গানটির মধ্য দিয়ে ফের বাংলাদেশের গানে মডেল হিসেবে হাজির হচ্ছেন বলিউডের নায়িকা নারগিস ফাখরি। মঙ্গলবার (২৬ জুলাই) গানটির ফার্স্টলুক টিজার প্রকাশিত হয়েছে।

তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। চিত্রধারণ করা হয়েছে মুম্বাইয়ে।

গান-ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত আনিকা। তিনি বলেন, ‘এ গান আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশন। তাপস ভাই এবং ভাবীর কাছে কৃতজ্ঞ তারা যে আমার ভেতর থেকে সত্যিকার আমাকে খুঁজে এনেছেন। এমন একটি গান দিয়েছেন। সবার ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’

টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব শিগগিরই ‘পালাবি কোথায়’ গান-ভিডিওটি মুক্তি পেতে যাচ্ছে।